The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস' দেখতে চাইলেই অর্ধদিবস ছুটি সরকারি কর্মীদের, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর
The Kashmir Files (Photo Credit: Twitter)

গুয়াহাটি, ১৬ মার্চ:  দরাজ কণ্ঠে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর (The Kashmir Files) প্রশাংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর এরপরই বড় পদক্ষেপ করল অসম (Assam)সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্য সরকারের কর্মীরা যদি কাশ্মীর ফাইলস দেখতে চান, তাহলে তাঁদের অর্ধদিবস ছুটির ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের যে কর্মচারী কাশ্মীর ফাইলস দেখতে চান, তা তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে। এরপর তিনি যে টিকিট কেটেছেন, তা দেখাতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে। তাহলে অর্ধদিবস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। দেখুন কী জানান হিমন্ত বিশ্বশর্মা...

 

দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তাঁর অভিনেত্রী স্ত্রী পল্লবী যোশী এবং প্রযোজক অভিষেক। দ্য কাশ্মীর ফাইলসের জন্য প্রধানমন্ত্রী পরিচালক, প্রযোজককে শুভেচ্ছা জানান এবং এই ধরণের ছবি আরও তৈরি হোক বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস ভাল ছবি, প্রত্যেকের দেখা উচিত', প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কী হয়েছিল, দ্য কাশ্মীর ফাইলসে সেই সত্য উদঘাটন করা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।