![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/05/Assam-Flood-1-380x214.jpg)
গুয়াহাটি, ১৭ মে: ক্রমশ খারাপ হচ্ছে অসমের (Assam) বন্যা (Flood) পরিস্থিতি। অসমের হোজাইয়ের (Hojai) বেরবেরি এলাকায় হু হু করে বাড়তে শুরু করেছে বন্যার জল। ফলে বহু মানুষ সঙ্কটের মুখে। হোজাই থেকে উদ্ধার কাজ শুরু করেছে রাজ্যের বিপর্যয় মেকাবিলাকারী দল। হোজাইতে দমকল কর্মীরাও সাধারণ মানুষকে উদ্ধারে হাত লাগিয়েছেন। প্রশাসনের কথায়, সাধারণ মানুষকে উদ্ধারে নৌকার সাহায্য নেওয়া হচ্ছে। হোজাইয়ের একাধিক গ্রামে জলের নীচে। ফলে সেই সব এলাকা থেকে বিপর্যস্তদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হচ্ছে বলেও জানান পুলিশ আধিকারিক।
আরও পড়ুন: Assam Floods: জল, কাদায় আটকে ট্রেন, উপড়ে পড়ছে রেলের কামরা, বন্যার কবলে অসমের প্রায় ২ লক্ষ মানুষ
অসমের বন্যার জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ ২ জন। বন্যার জেরে অসমের একাধিক এলাকায় ভূমি ধ্বসও নামতে শুরু করেছে বলে খবর।
#Watch Hojai, Assam| Flood situation worsens in Bherbheri area of Assam, rescue operations by SDRF & fire services underway pic.twitter.com/YNCemgqLKL
— ANI (@ANI) May 17, 2022
হোজাইয়ের পাশাপাশি অসমের নগাঁও জেলাতেও পরিস্থিতি ক্রমশ নাগালেই বাইরে চলে যাচ্ছে বলে খবর। নগাঁওয়ের কামরূপ এলাকায় জল বাড়তে শুরু করেছে। ফলে ঘর, বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন বহু মানুষ।