Assam Flood (Photo Credit: Twitter)

গুয়াহাটি, ৬ জুন: অসমে বন্যার জেরে বিপাকে পড়েছেন প্রায় ২৯ হাজার মানুষ। অসমের ৬টি জেলা বন্যা কবলিত। যার জেরে বিপাকে ২৯ হাজার মানুষ। বৃহস্পতিবাার থেকে অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। অসম এবং অরুণাচল প্রদেশে এক নাগাড়ে বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে শুরু করে। যার জেরেই অসমে ফের জলে ভাসতে শুরু করেছে পরপর ৬টি জেলা। রিপোর্টে প্রকাশ, অসমের ২৫টি গ্রাম কার্যত জলের নীচে। যার মধ্যে লাখিমপুর, ডেমাজি, ডিব্রুগড়, চাচর, নলবাড়ি এবং কামরূপের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। লাখিমপুরের অবস্থা সবচেয়ে সঙ্কটজনক। এই অঞ্চলে বন্যার জেরে ক্ষতিগরস্ত ২৩,৫১৬ জন। যার মধ্যে শিশুর সংখ্যা ১২১৫।

অসমের বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে জানানো হয়, বন্যার দেরে এই রাজ্যের ২১৫.৫৭ একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। ৬,৩০৭টি গবাদি পশু বন্যার জেরে ভুগছে। এই পরিসংখ্যানে গবাদি পশুর সঙ্গে রয়েছে পোলট্রির মুরগিও।

বন্যার জেরে অসমের ঢেমাই, বিশ্বনাথ,গোয়ালপাড়া এবং লাখিমপুরের রাস্তা প্রায় জলের নীচে ঢাকা পড়েছে। ফলে জনজীবন কার্যত বিচ্ছিন্ন এই সব অঞ্চলের।