উত্তর প্রদেশ কাকে বলে? এই প্রশ্নের জবাবে এক ছাত্র লেখে, যে প্রদেশে পরীক্ষার আগেই উত্তর কী হবে তা জেনে ফেলে যায় তাকে উত্তর প্রদেশ বলে। ছাত্র-র এই জবাবে সঠিক বোঝাতে টিক চিহ্ন দিয়ে ১০-এর মধ্যে ১০ নম্বর দেন শিক্ষক। নিট নিয়োগ বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ায় এমন বিদ্রুপ পোস্ট এখন ভাইরাল। এই পোস্টটি রিটুইট করে কংগ্রেস সাংসদ শশী থারুর লেখেন, সুন্দর। হ্যাশট্যাগে লেখেন পরীক্ষায় চর্চা।

শশী থারুর-কে এই বিষয়ে পাল্টা আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিরুবন্ততপুরমের কংগ্রেস সাংসদের কায়দায় ইংরেজতে টুইটারে লেখেন, "  এই ভদ্রলোকটি অসমের পর এবার ইউপি-র সংস্কৃতিকে ঠাট্টা করছেন।" শশীকে ঘুরিয়ে পাগলামি করার কথা বলেও হিমন্ত লেখেন, "উনি পাগলামির মোহক স্পর্শ করছে, তার মন উচ্চতার স্বপ্নময় অনুভূতির মেঘে অপহৃত।

দেখুন হিমন্ত ও শশীর টুইট-পাল্টা টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)