Assam CM On Rahul Gandhi: 'ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা', রাহুলের ন্যায় যাত্রার বিরুদ্ধে অভিযোগ হিমন্তের
Assam CM, Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

অসমের (Assam) ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এমনই  অভিযোগ করেন হিমন্ত বিশ্বশর্মা। কী এই যাত্রা এবং এর সময় দেখুন। অসমে প্রবেশ করে রাহুল গান্ধী এ রাজ্যের 'ধর্মীয় সম্প্রীতির বাতাবরণ নষ্টের চেষ্টা' করেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

আরও পড়ুন: Rahul Gandhi: 'লোকসভায় একা লড়বে তৃণমূল', মমতার ঘোষণার পরদিন বংলায় প্রবেশ রাহুলের ন্যায় যাত্রার

শুনুন কী বললেন অসমের মুখ্যমন্ত্রী...

 

অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রবেশের পর সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ অভিযোগ করেন,দেশের অন্যতম 'দুর্নীতিগ্রস্থ'  মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্বশর্মা। একবার নয়, অসমে থাকাকালীন একাধিকবার এই অভিযোগ করেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের মন্তব্যের বিরুদ্ধে এবার পালটা তোপ দাগলেন হিমন্ত।