অসমের সবচেয়ে বড় উতসব বিহু-র আগেই সেখানে ভোট করে ফেলুক নির্বাচন কমিশন। এমন আবেদন দিয়ে কমিশনের দ্বারস্থ হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)-র অসম সরকার। রাজ্যের মানুষের উতসব পালনের সময় ভোট বাধা না হয়ে দাঁড়ায়, সেই কথা মাথায় রেখে এমন আবেদন তার সরকার করেছে বলে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৪-২০ এপ্রিল অসমে হবে বিহু। শোনা যাচ্ছে মার্চের ২০ তারিখের পর আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন। বেশ কয়েক দফায় হবে এবারের লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে অসমের ১৪টি লোকসভা আসনে প্রথম দিকে ভোট হতে পারে।
দেখুন খবরটি
Assam Chief Minister Himanta Biswa Sarma on Saturday said that the state government has requested the Election Commission (EC) to schedule voting for the upcoming Lok Sabha polls in the state before the festival of Bihu which is celebrated in mid-April. pic.twitter.com/vI2s4aRVSi
— IANS (@ians_india) March 2, 2024
অসমে এবার ১৪টি আসনের মধ্যে ৩টি শরিকদের ছেড়ে ১১টি-তে প্রার্থী দিচ্ছে বিজেপি। এনডিএ শরিকদের মধ্যে অসম গণ পরিষদ দুটি ও ইউপিপিএল ১টি আসনে প্রার্থী দেবে। অসমে গত লোকসভা নির্বাচনে ৯টি আসনে জিতেছিল বিজেপি। ২০১৪ লোকসভায় সেকানে তারা জিতেছিল ৭টি-তে।