গুয়াহাটি, ২ জুন: মঙ্গলবার অসমে ভূমিধসের (Assam Landslide) পর চাপা পড়ে মৃত্যু হয় অন্ততপক্ষে ২০ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। সূত্রের খবর, মৃতদের মধ্যে বেশির ভাগই দক্ষিণ অসমের বরাক উপত্যকা অঞ্চলের তিন জেলার। মৃতদের মধ্যে ৭ জন কাছাড় জেলার, ৭ জন হাইলাকান্দির এবং ৬ জন করিমগঞ্জ জেলার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
#Assam: Landslide killed 7 people in Bhtatbazar village under Hailakandi Revenue Circle of Hailakandi district.
Photo: Nilotpal pic.twitter.com/tfl2YvffD7
— All India Radio News (@airnewsalerts) June 2, 2020
আরও পড়ুন, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮, ১৭১, দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ২ লাখ ছুঁই ছুঁই
Assam: 7 dead following a landslide in Lakhipur area of Cachar district, earlier today. More details awaited. pic.twitter.com/XUVFIl4kmL
— ANI (@ANI) June 2, 2020
রাজ্যের দক্ষিণাঞ্চল থেকে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলেই ভূমিধস হয় বলে মনে করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে। লক্ষ্মীপুর, নগাঁও, হোজাই, দারং, ধেমাজি, গোয়ালপাড়া, বারপেটা, নলবাড়ি, ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলায় প্রায় ৩.৭২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে বন্যার কারণে অসমে ইতিমধ্যে বানভাসি অবস্থা। গোয়ালপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এরপরে নগাঁও এবং হোজাই।