নয়া দিল্লি, ২৯ মে: রাজস্থানে দলের যুযুধান দু পক্ষের সঙ্গে বৈঠকে বসল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সোমবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও সচিন পাইলট। পাইলটের দাবি, তাঁকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে আগামী রাজস্থান বিধানসভা নির্বাচনে লড়ুক কংগ্রেস।
এদিকে, অশোক গেহলট কিছুতেই গদি ছাড়তে রাজি নন। ২০১৮ রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পিছনে সচিন পাইলটের বড় ভূমিকা থাকলেও অশোক গেহলেটকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস। এবার তাই আগে থেকেই জেহাদ ঘোষণা করে ময়দানে নেমেছেন সচিন।
গেহলট-পাইলটকে মুখোমুখি এনে আড়াই ঘণ্টারও বেশী সময় বৈঠক করলেন খাড়গে- রাহুল। বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সচিন কেসি ভেনুগোপাল দাবি করলেন, গেহলট ও পাইলট একসঙ্গে নির্বাচনে লড়ার বিষয়ে সহমত জানিয়েছেন। এবং রাজস্থানের সিদ্ধান্ত হাইকমান্ডের ওপরে ছাড়তে রাজি হয়েছেন দু জনেই।
দেখুন টুইট
Ashok Gehlot and Sachin Pilot have agreed to fight assembly polls unitedly: Cong gen secy K C Venugopal after meeting both Rajasthan leaders
— Press Trust of India (@PTI_News) May 29, 2023
রাহুল নিজে সচিন পাইলটের কাছে আবেদন করেন গেহলটের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার। চলতি বছর নভেম্বরে রাজস্থানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।