Asharam Bapu (Photo Credit: Wikipedia)

দিল্লি, ২১ জুন: এআইএমসে ভর্তি করা হল আসারাম বাপুকে (Asaram Bapu)। বুকে যন্ত্রণা নিয়ে আসারাম বাপুকে যোধপুরের এআইএমসে ভর্তি করা হয়। রিপোর্টে প্রকাশ, সোমবার জেলের ভিতরে স্বঘোষিত গুরু আসারাম বাপুর বুকে ব্যাথা শুরু হয়। জেলের ভিতরে এরপর চিকিৎসক এনে দেখানো হয় আসারামকে। পাশাপাশি জেলেই ইলেকট্রোকার্ডিওগ্রাম করানো হয় আসারাম বাপুর।

বৃহস্পতিবার আসারাম বাপুকে বৃহস্পতিবার এআইএমসে নিয়ে যাওয়া হয় রুটিন চেকআপের জন্য। সেখানে জানা যায়, রক্তাল্পতায় ভুগছে ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত গুরু। তবে তেমন কোনও শারীরিক সমস্যা দেখা যায়নি আসারাম বাপুর। ফলে তাকে জেলে ফেরৎ আনা হয়। তবে বৃহস্পতিবার রাত থেকে ফের আসারাম বাপুর বুকে যন্ত্রণা শুরু হলে এআইএমসে ভর্তি করানো হয় তাকে।

প্রসঙ্গত এর আগে আসারাম বাপুকে আয়ুর্বেদিক চিকিৎসার জন্য যোধপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হোক বলে আবেদন করা হলে, রাজস্থান হাইকোর্ট তা মঞ্জুর করে।