Arvind Kejriwal, Rahul Gandhi (Photo Credit: Facebook)

বিজেপিকে হারাতে আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা করে জোট বেঁধে লড়ছে কংগ্রেস ও আম আদমি পার্টি। দিল্লির ৭টি লোকসভা আসনের মধ্যে রাজ্যের ক্ষমতাসীন দল আপ লড়বে ৪টি ও কংগ্রেস ৩টি-তে। বিরোধী ভোট এক হয়ে ইভিএমে প্রতিফলিত হলে বিজেপি চাপে থাকবে। সেটা নিশ্চিত করতে ময়দানে নামলেন অরবিন্দ কেজরিওয়াল। এক জনসভায় দিল্লিবাসীকে উদ্দেশ্য করে কেজরি সাফ বললেন, গণতন্ত্রকে বাঁচাতে আমাদের বিরোধীদের এক হতে হয়েছে।

কেজরি বললেন, দিল্লিবাসীর অধিকার সুরক্ষিতক করতে আপ-কংগ্রেস জোটের সাতজন প্রার্থীকেই লোকসভা নির্বাচনে জেতাতে হবে। আমাদের উন্নয়নের মাঝে বিজেপি, কেন্দ্র, এলজি যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেটা নিশ্চিত করতে দিল্লির সাতটি আসনেই INDIA-র প্রার্থীদের জেতাতে হবে।

প্রসঙ্গত, বিধানসভা ব্যর্থ হলেও গত দুটি লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি লোকসভা আসনেই জিতেছে বিজেপি। ২০০৯ লোকসভা নির্বাচনে দিল্লির সাতটা আসনেই জিতেছিল কংগ্রেস। দু বার বড় সংখ্যা নিয়ে দিল্লিতে ক্ষমতায় এলেও এখনও দেশের রাজধানী শহরে কোনও লোকসভা আসনে জিততে পারেনি কেজরিওয়ালের দল। আপ, কংগ্রেস ভোট এক জায়গায় এলে দিল্লির তিনটি লোকসভা আসনে বিজেপি বিপদে পডতে পারে। তবে সেক্ষেত্রে দুটি দলের ভোটারদেরই ভোট সমান ভাবে একে অপরের বাক্সে পড়তে হবে। চাঁদনি চক, নতুন দিল্লি ও পশ্চিম দিল্লি আসনে প্রার্থী দিতে পারে কংগ্রেস। আর আপ প্রার্থী দিতে পারে পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি আসনে।