![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/1118-380x214.jpg)
দিল্লি, ১০ মে: শুক্রবার অন্তর্বতী জামিন মঞ্জুর হয় অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। কেজরিওয়ালের জামিন মঞ্জুর হতেই তা নিয়ে আপের অন্দরে খুশির হাওয়া বয়ে যায়। অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরনোর পর যে ২১ দিন বাড়িতে থাকবেন,সেই সময় তিনি কী করতে পারবেন আর কী পারবেন না, সে বিষয়ে একটি তালিকা প্রকাশ্যে এল।
২১ দিন জেলের বাইরে থাকাকালীন কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর কোনও কাজ করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর অফিস কিংবা দিল্লির সচিবালয়ে তিনি যেতে পারবেন না।
আবগারি দুর্নীতি মামলা নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল।
কোনও অফিসিয়াল অর্থাৎ সরকারি ফাইলে স্বাক্ষর করতে পারেবন না কেজরি।
আবগারি দুর্নীতি মামলার যে সাক্ষীরা রয়েছেন, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। কেজরিওয়াল তাঁদের সঙ্গে কথাও বলতে পারবেন না ২১ দিন অন্তর্বতী জামিনে মুক্ত থাকাকালীন।