ফাইল ফটো (Photo Credits: ANI)

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের (Arunachal Prasesh) সীমান্তে লাল ফৌজ (PLA) ও ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সদস্যদের মারামারি ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশজুড়ে। বিরোধীরা বিজেপিকে আক্রমণ করলেও তাতে খুব একটা পাত্তা দিচ্ছে না গেরুয়া শিবির। বরং নরেন্দ্র মোদির শাসনকালে ভারত কতটা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তার প্রচার চলছে। এর মাঝেই তাওয়াং সেক্টরের (Tawang sector) ঘটনা নিয়ে বিজেপিকে (BJP) আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister) ও আম আদমি পার্টির (Aam Adami Party) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind kejriwal)।

রবিবার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আম আদমি পার্টির জাতীয় পরিষদের বৈঠক (National Council meeting)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেন, "সীমান্তে যখন চিনের আগ্রাসন (Chinese aggression) বাড়ছে তখন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বলছে সব ঠিক আছে। যেখানে চিনকে (China) শাস্তি দেওয়া উচিত সেখানে তাদের দেশ থেকে প্রচুর পণ্য ভারতে (India) আমদানি (Imports) করে বেজিংকে পুরস্কৃত করছে মোদি সরকার। ভারতীয় সৈনিকরা যখন সীমান্তে চিনের সেনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিচ্ছেন তখন এই ধরনের ঘটনা তাঁদের আত্ম-বলিদানকে অসম্মান করার সামিল। আমাদের সৈনিকদের প্রতি কি কোনও সম্মান নেই সরকারের। যদি সাহস দেখিয়ে ভারত আমদানি বন্ধ করে দেয় তাহলেই হুঁশ ফিরবে চিনের।"

ভারতের নাগরিকদের কাছে চিনে পণ্য বয়কটের আবেদন জানিয়ে আপ-এর সুপ্রিমো আরও বলেন, "সবাই বলে চিনের পণ্য সস্তা। যদি চিনের পণ্য সস্তাও হয় তাহলেও আমরা চিনের পণ্য চাই না। ভারতে তৈরি পণ্যের দাম যদি চিনের পণ্যের দ্বিগুণও হয় তাহলেও আমরা সেটাই কিনতে প্রস্তুত আছি।"

এরপরই দেশজুড়ে মূল্যবৃদ্ধি ও বেকারত্ব বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন কেজরিওয়াল। বলেন, "কেন্দ্রে বিজেপি সরকারের শাসনকালে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ও বেকারত্ব বেড়েছে তাতে মানুষ তিতিবিরক্ত হয়ে পড়েছে। সেখানে দিল্লিতে আপের সরকার দেখিয়ে দিয়েছে কীভাবে দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করতে হয় ও নতুন চাকরি তৈরি করা যায়। এর ফলে দিল্লিতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির হার দেশের মধ্যে সবথেকে কম। মাত্র ৪.৭ শতাংশ।"