দিল্লি, ২২ মার্চ: অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) ৭ দিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল আদালত। অর্থাৎ আগামী ২৮ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ১০ দিনের হেফাজত চাইলেও দিল্লির মুখ্যমন্ত্রীকে ৭ দিনের জন্য হেফাজতে পান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারকে।
দেখুন ট্যুইট...
Delhi court remands CM Arvind Kejriwal on judicial custody till 28 March in excise policy case. pic.twitter.com/BT4vHApO4o
— ANI (@ANI) March 22, 2024
আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকে তোপ দাগতে শুরু করেন বিরোধীরা। কেজরিওয়ালের গ্রেফতারির বিরুদ্ধে আজ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন ইন্ডিয়া জোটের নেতারা। যেখানে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল থেকে শুরু করেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েনও ছিলেন।
এদিকে কেজরিওয়ালের গ্রেফতারির মুখ খোলেোন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। কেজরিকে গ্রেফতার করে দিল্লির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে তোপ দাগেন সুনীতা।