নয়াদিল্লি, ৪ জুলাইঃ দূষণের নিরিখে শীর্ষে থাকা দিল্লির জন্যে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। জাতীয় রাজধানীর দূষণ কমাতে এবার ভরসা কৃত্রিম বৃষ্টি )Artificial Rain in Delhi)। ক্লাউড সিডিংয়ের (Cloud Seeding) সাহায্যে দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত করানো হবে। এই উদ্যোগের জন্যে আইআইটি কানপুরের (IIT-Kanpur) সঙ্গে ইতিমধ্যেই মউ চুক্তি করেছে দিল্লি সরকার। দূষণে জেরবার দিল্লিবাসী এবার কৃত্রিম বৃষ্টির সাক্ষী হতে চলেছে। আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন পরিবেশ দফতর। ৪ জুলাই থেকে ১১ জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক ‘ক্লাউড সিডিং’এর করার কথা ছিল। কিন্তু শেষমুহুর্তে এসে সেই দিনক্ষণ পিছিয়ে দেওয়া হল। বর্ষার কারণে এক মাস পিছিয়ে দেওয়া হল দিল্লির কৃত্রিম বর্ষার তারিখ।
দিল্লিতে কৃত্রিম বৃষ্টি
সদ্য পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানান, দিল্লি সরকার তাদের প্রথম ক্লাউড সিডিং প্রকল্পটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সক্রিয় বর্ষা ক্লাউড সিডিং পরীক্ষার জন্য অনুকূল পরিবেশ নয়। তিনি আরও জানান, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে রাজধানীর আকাশে কৃত্রিম মেঘ সৃষ্টি করে বৃষ্টি করানো হবে। আইআইটি কানপুরের সঙ্গে আলোচনা করেই দিল্লি সরকার ‘ক্লাউড সিডিং’ দুই মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ক্লাউড সিডিং কী?
বিমান থেকে আর্দ্রতাপূর্ণ মেঘে সিলভার আয়োডাইড ন্যানো পার্টিকেল, আয়োডিনযুক্ত লবণ এবং শিলা লবণের মিশ্রণ স্প্রে করা হবে। যা মেঘকে একত্রিত করে বৃষ্টি নামাবে। এই পদ্ধতিটিকেই বলে হয় ক্লাউড সিডিং। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ৫টি বিমান এই পরীক্ষামূলক প্রকল্পে অংশ নেবে। আর প্রতিটি উড়ান ১০০ বর্গকিলোমিটার এলাকা কভার করবে। এই প্রকল্পের জন্য ৩ কোটি ২১ লক্ষ টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। দিল্লি এবং পার্শবর্তী শহরগুলোতে কৃত্রিম বৃষ্টি করানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
তবে দিল্লির দূষণ কমানোর জন্যে নেওয়া কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা ঘিরে এবার দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে শাসক এবং বিরোধী দলের মধ্যে। দিল্লিতে কৃত্রিম বৃষ্টির প্রকল্প বিলম্বিত হওয়ার জন্যে কেন্দ্রকে দুষছে আম আদমি পার্টি (AAP)। আপের অভিযোগ, ২০২৩ সালের আগে আপ প্রথম এই পরিকল্পনার কথা জানিয়েছিল। কিন্তু বার বার অনুরোধের পরেও কেন্দ্রের তরফে তখন প্রকল্পের জন্যে ছাড়পত্র মেলেনি। এখন বিজেপি রাজধানীর ক্ষমতায় আসতেই সবটা মসৃণভাবে হয়ে গেল। যদিও দিল্লির বিজেপি সরকারের পালটা যুক্তি, ওরা কেবল বড় বড় কথা বলে। কাজের কাজ করে না।