দিল্লি, ২ অগাস্ট: ফের মাঙ্কিপক্সের (Monkeypox) থাবা কেরলে (Kerala)। সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে কেরলের মাল্লাপুরমে ফেরার পর এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়। মাল্লাপুরমের একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসারত বছর ৩০-এর এক যুবক। প্রসঙ্গত, ২৭ জুলাই ওই যুবক সংযুক্ত আরব আমিরশাহি থেকে কোঝিকোড় বিমানবন্দরে আসেন। এরপর মাল্লাপুরমে নিজের বাড়িতে পৌঁছতেই তাাঁর শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়। এমনই জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।
Kerala | Another #monkeypox case was reported in the state. A 30-year-old is undergoing treatment in Malappuram. He had reached Kozhikode airport on 27 July from UAE: Kerala Health Minister Veena George
This is the fifth case of monkeypox in the state. pic.twitter.com/9Ccc9hT18z
— ANI (@ANI) August 2, 2022
কেরলের পাশাপাশি দিল্লিতেও এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত বলে জানা যায়। নাইজেরিয়া ফেরৎ ওই ব্যক্তিকে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Monkeypox: নাইজেরিয়া ফেরৎ ব্যক্তি আক্রান্ত মাঙ্কিপক্সে, দিল্লিতে আরও ২আক্রান্ত? আতঙ্ক
নাইজেরিয়া ফেরৎ ওই ব্যক্তির পাশাপাশি আরও ২ জন দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।