Representational Image | (Photo Credits: PTI)

অমরাবতী, ৩১ জুলাই: মদ না পেয়ে স্যানিটাইজার (Sanitizer) খেয়ে মৃত্যু হল ৯ জনের। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রকাশম জেলার (Prakasam District) কুরিচেড়ু শহরে। বুধবার রাতে সেখানে একজনের মৃত্যু হয়, বৃহস্পতিবার রাতে আরও দু' জন মারা যান৷ শুক্রবার সকালেও আরও ৬ জনের মৃত্যু হয়৷ পুলিশ জানতে পেরেছে, মোট ২০ জন হ্যান্ড স্যানিটাইজার খেয়েছিলেন। মৃতদের মধ্যে কয়েকজন পেশায় ভিক্ষুক৷ বাকিরা স্থানীয় বস্তিবাসী৷ ঘটনায় তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের।

প্রকাশম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন স্যানিটাইজার পান করছিলেন। জল এবং সফট ড্রিঙ্কস মিশিয়ে স্যানিটাইজার পান করেছিলেন তাঁরা। তিনি বলেন, "মৃতরা স্যানিটাইজারের সঙ্গে অন্য কোনও বিষাক্ত পদার্থ মিশিয়েছিল কি না তাও আমরা খতিয়ে দেখছি।" পুলিশ কর্তা আরও জানান, মৃতদের পরিবারের সদস্যরা বলছেন যে গত দশ দিন ধরে স্যানিটাইজার পান চলছিল। স্থানীয় দোকানগুলিকে থাকা সমস্ত স্যানিটাইজার ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। আরও পড়ুন: COVID-19 Cases In India: এক দিনে নতুন করোনা রোগী ৫৫ হাজার ৭৯ জন, ভারতে কোভিড সংক্রামিতর সংখ্যা ছাড়ালো ১৬ লাখ

করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় কুরিচেড়ুতে লকডাউন জারি করা হয়েছে। তাই গত কয়েকদিন ধরে মদ বিক্রিও বন্ধ রয়েছে। যদিও তাতে সমস্যায় পড়েছে মদ্যপায়ীরা। সেই কারণেই অনেকে মদের বদলে স্যানিটাইজার খেয়েছিলেন। স্যানিটাইজারে অ্যালকোহলযুক্ত উপাদান রয়েছে, তাই তাঁরা মদের বদলে এটা খেয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে দুই ভিখারি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় দুর্গা মন্দির চত্বরের বাসিন্দা এক ভিক্ষুক পেটে অসহ্য জ্বলুনি অনুভব করেন। বুধবার রাতে তাঁকে দারসি শহরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যজন আগেই মারা যান। বৃহস্পতিবার গভীর রাতে তৃতীয় ব্যক্তিকেও দারসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকেও মৃত ঘোষণা করা হয়। আরও ৬ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সকালে তাঁদের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছেন, স্যানিটাইজার পান করার পরে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন ব্যক্তি বাড়িতেই চিকিৎসাধীন।