বিশাখাপত্তনম, ৯ সেপ্টেম্বর: বিপর্যয় যেন থামছে না অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। একটানা বর্ষণের জেরে সম্প্রতি অন্ধ্রপ্রদেশে বন্যা (Flood) পরিস্থিতি তৈরি হয়। তা নিয়ে চরম বিপর্যয়েরমুখে পড়েন অন্ধ্রপ্রদেশের বহু মানুষ। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার ফের জোরদার বৃষ্টির পূর্বাভাষ জারি করা হল অন্ধ্রে। আবহাওয়া দফতরের (Weather) পূর্বাভাষ অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে ফের শুরু হবে অতি ভারী বৃষ্টি। যার জেরে দক্ষিণের এই রাজ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী ২ দিন ধরে অন্ধ্রপ্রদেশের ৫ জেলায় অতি ভারী বর্ষণ হবে বলে লাল সতর্কতা জারি করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের যে জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, মানিয়ম। কমলা সতর্কতা জারি করা হয়েছে বিশাখা, আলুরি, আনাকাপল্লী, কাঁকিনাড়া এবং ইয়ানমে।
সম্প্রতি অন্ধ্রপ্রদেশে অতি ভারী বৃষ্টির জেরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়,তার জেরে পরপর ৪৫ জনের মৃত্যু হয়। সেই সঙ্গে একাধিক এলাকায় জল জমে মানুষের জীবন কার্যত দুর্বিসহ হয়ে ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের লাল এবং কমলা সতর্কতা জারি করা হয় অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায়।