শুক্রবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল রাজস্থানে। রেললাইন পেরোনোর সময় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হল সিআইএসএফের গাড়ি। এদিন ঘটনাটি ঘটেছে রাজস্থানের সুরাটগড় সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (Suratgarh Super Thermal Power Plant) এলাকায়। জানা যাচ্ছে, এদিন দুপুরে ওই এলাকায় লেভেল ক্রসিং পেরোনোর সময় আচমকাই জওয়ানদের এসইউভি গাড়ির চাকা আটকে যায় রেললাইনে। অন্যদিকে ধেয়ে আসছিল একটি মালগাড়ি। বিপদ বুঝে তড়িঘড়ি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এক সদস্য গাড়ি থেকে নেমে পড়ে।

আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা

তবে গাড়ির মধ্যে থাকা বাকি দুই জওয়ান বেরোতে পারেননি। আর সেই কারণে মালগাড়িটি সজোরে ধাক্কা মারে চারচাকায়। বেশ কিছুদূর ধাক্কা দিয়ে গাড়িটিকে এগিয়ে নিয়ে যায়। তবে শেষমেশ ট্রেনটি দাঁড়িয়ে পড়ে এবং তারপর আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, ট্রেন আসার আগে যে ব্যারিকেড পড়ে, সেটি ঘটনার সময় পড়েনি। যে কারণে দুর্ঘটনাটি ঘটে।

দেখুন ভিডিয়ো

ঘটনার তদন্ত শুরু হয়েছে

যদিও ব্যারিকেড পড়ল না কেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল বিভাগের আধিকারিকরা।