পোর্ট ব্লেয়ার, ৫ জুলাই: সাতসকালে ফের কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Earthquake Strikes Andaman and Nicobar Islands)। এই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫.০। মঙ্গলবার সকাল পাঁচটা বেজে ৫৭ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পনের উপকেন্দ্র পোর্টব্লেয়ার থেকে ২১৫ কিলোমিটার পূর্বে। আরও পড়ুন-Mumbai Rains 2022: রাতভর ভারী বর্ষণে জলমগ্ন মুম্বইয়ের সিওন ( দেখুন ভিডিও)
পড়ুন টুইট
An earthquake of magnitude 5.0 occurred at around 5:57 am, 215km ESE of Port Blair, Andaman and Nicobar islands, today: National Center for Seismology
— ANI (@ANI) July 5, 2022
গতকাল বিকেল তিনটে বেজে ২ মিনিটে আরও একটি কম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পোর্টব্লেয়ার ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ২৫৬ কিলোমিটার দক্ষিণপূর্বে।
An earthquake of magnitude 4.4 occurred at around 3:02pm, 256km SE of Port Blair, Andaman and Nicobar islands, today: National Center for Seismology pic.twitter.com/zb0i6ieDOV
— ANI (@ANI) July 4, 2022
এখানে বলা হয়েছে ৪ ও ৫ জুলাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একের পর এক ভূকম্পন অনুভূত হয়েছে। যার জেরে গত ৪৮ ঘণ্টা কম্পনের মাত্রা বজায় ছিল। তবে েকের পর এক ভূমিকম্প হলেও এর ফলে কোনও সম্পত্তি বা প্রাণহানির খবর নেই।
Earthquake of Magnitude:4.3, Occurred on 05-07-2022, 08:05:04 IST, Lat: 10.27 & Long: 93.75, Depth: 30 Km ,Location: 187km SE of Portblair, Andaman and Nicobar island, India for more information download the BhooKamp App https://t.co/9WVfnJYuFb pic.twitter.com/EijFBDqp0c
— National Center for Seismology (@NCS_Earthquake) July 5, 2022