ফের পঞ্জাব (Punjab) থেকে উদ্ধার হল বিপুল পরিমণের হেরোইন। শনিবার রাতে অমৃতসরের সীমান্ত এলাকা ঘারিন্দা থানার পুলিশ বাজেয়াপ্ত করে ৬ কেজি মাদক। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। ধৃত দুজনই নাবালক। অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তবে কোনওদিনই পুলিশের নজরে আসেনি। তবে এদিন অভিযুক্তদের গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে ধৃতরা সম্পর্কে চাচাতো ভাই। যদিও এই চক্রের মাথা অন্য কেউ। ফলে তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

গ্রেফতার দুই নাবালক

জানা যাচ্ছে, গতকাল রাতে গোপনসূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তারপরেই এই দুজনকে মাদক সহ আটক করা হয়। জানা যাচ্ছে, ধৃতরা পাকিস্তানী পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখত। সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে মাদক পাঠালে গুরদিত্ত সিং ওরফে কালু ও ক্যাপ্টেন সিং সেটি ড্রোনটি উদ্ধার করে মাদক নিয়ে গা ঢাকা দিত।

জারি রয়েছে তল্লাশি অভিযান

এদিন দুই অভিযুক্তকে গ্রেফতার করা হলেও এখনও ওই এলাকায় জারি রয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি দুই নাবালককে জেরা করে এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, ধৃত দুই কিশোরের দাদাও কয়েকমাস আগে মাদক সহ গ্রেফতার হয়েছিল।