Amit Shah. (Photo Credit: X@ANI)

নতুন দিল্লি, ২৫ জানুয়ারি: গত দুটি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল গড়ে ধরাশায়ী হয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের সিংহাসনে দশ বছর আরামসে থেকে গত বছর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নজির গড়েছেন মোদী। কিন্তু রাজনৈতিক জীবনে ঐতিহাসিক সাফল্যের পরেও মোদী-অমিত শাহ (Amit Shah)-র সবচেয়ে বড় আক্ষেপ খোদ দেশের রাজধানীতে কখনও বিধানসভা ভোটে জিততে না পারা। বারবার তিনবার ব্যর্থতা রুখতে এবার বিজেপি সর্বশক্তি উজাড় করে দিল্লি ভোটে ঝাঁপাতে নেমেছে পদ্মশিবির। আর কেজরিওয়ালের জনপ্রিয়তাকে টক্কর দিতে এবার খুব বড় তাস খেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৫০ হাজার সরকারি চাকরির প্রতিশ্রুতি

কেজরিওয়ালের তরুণ সমাজের ভোটব্য়াঙ্ককে ধাক্কা দিতে নির্বাচনী প্রতিশ্রুতিতে দিল্লির তরুণদের ৫০ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শাহ। চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিশ্রুতিও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্ব-নির্ভর যোজনায় ২০ লক্ষ মানষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। দিল্লিতে পরিবহণ ব্যবস্থার খোলনলচে বদলে পরিকাঠামো উন্নয়নে ২০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন শাহ।

মহিলাদের মাসিক ভাতায় আড়াই হাজার টাকা

এর আগে দিল্লির নির্বাচনী ইস্তেহারে মহিলাদের মাসিক ভাতায় আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। লক্ষ্মীভাণ্ডারের মত দিল্লিতে চলা মহিলাদের জন্য বিশেষ ভাতায় বিজেপির ঘোষণা, তারা সরকার গড়লে মাসে আড়াই হাজার টাকা দেবে।

সরকারী চাকরির প্রতিশ্রুতি অমিত শাহ-র

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৭ ফেব্রুয়ারি। 'মহিলা সমৃদ্ধি যোজনা' র অধীনে দিল্লির প্রতিটি মহিলাকে মাসে আড়াই হাজার টাকা দেওয়ার পাশাপাশি বিজেপির ইস্তেহারে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি হল- অন্ত:সত্ত্বাদের ২১ হাজার টাকার বিশেষ ভাতা, গরীব মানুষদের এলজিপি সিলিন্ডারে ৫০০ টাকার ভর্তুকি, হোলি এবং দিওয়ালিতে একটি করে সিলিন্ডার বিনামূল্যে।

স্বাস্থ্য বীমা

প্রবীণ নাগরিকদের ৫ লক্ষ টাকার অতিরিক্ত স্বাস্থ্য বিমা। প্রথম সন্তানের জন্য ৫ হাজার ও দ্বিতীয় সন্তানের জন্য ৬ হাজার টাকা। দিল্লির প্রতিটি বস্তিতে অটল ক্যান্টিন চালু করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আপ সরকারের প্রতিটি দুর্নীতি পূর্ণাঙ্গ তদন্তের কথাও বলা হয়েছে বিজেপির ইস্তেহারে।