নতুন দিল্লি, ২ অক্টোবর: ২৪ ঘণ্টা আগেই কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, হিন্দু শরণার্থীদের ভয় নেই। তারা নাগরিকত্ব পাবে। দেশ ছাড়তে হবে শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের। অমিত শাহর এহেন বক্তব্যের পরে পরেই গোটা স্টেডিয়াম থেকে দর্শকরা বেরিয়ে যান। শেষপর্যন্ত পড়েছিলেন বিজেপির বিধায়ক, সাংসদ ও সমর্থক এবং ভিভিআইপি-রা। রাত পোহাতেই এনআরসি প্রসঙ্গে অমিত শাহকে একহাত নিলেন সারাভারত মজলিশি ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi) । টুইটবার্তায় বললেন, মুসলিম শব্দে অমিত শাহর অ্যালার্জি আছে, তবে তাঁর অন্তত একবার সংবিধান পাঠ করা উচিত।
গতকালই কলকাতায় একটি জন সচেতনতা মূলক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেন, কোনওরকম অনুপ্রবেশকারীকে সরকার বরদাস্ত করবে না। শুধুমাত্র হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে। টুইটে শাহর এই বক্তব্য তুলেই ওয়েসি বলেন, “তার মানে কাগজপত্র হীন মুসলমানের জন্য এনআরসি ভয়ের, বাকিরা তো নাগরিকত্ব পাবেই। স্বরাষ্ট্রমন্ত্রীর কথামতো, শুধু এনআরসি-র ভয়ে ভীত থাকবে মুসলিমরা। আমি জামি অমিত শাহ মুসলমান শব্দেই আপনার অ্যালার্জি আছে। তবে একবার অন্তত সংবিধানটা পড়ে নিন। নাগরিকত্ব ধর্মের ভিত্তিতে হয় নাষ এটি সংবিধান বিরোধী ও অবৈধ।” আরও পড়ুন-‘স্বাধীনতা একটি চিরস্থায়ী সংগ্রামের নাম, ভারত কোন পথে চলেছে?’ গান্ধী জয়ন্তীতে প্রশ্ন তুললেন পি চিদম্বরম
গতকাল কলকাতায় বক্তব্য রাখার সময় অমিত শাহ (NRC) বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি লাগু হওয়ার আগে, নাগরিকত্ব বিল আনবে কেন্দ্র। হিন্দু শরণার্থীদের দেশ ছাড়ার যে বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছেন, তারজন্য তাঁকে অভিযুক্তও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, তিনি পুজোর আগে কলকাতায় এসেছেন মূলত এনআরসি নিয়ে গোটা রাজ্যে যে গুজব ছড়িয়েছে তা সরিয়ে দিতে। এনআরসি-তে হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টান, পার্সি, শিখ, জৈনদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তারা নাগরিকত্ব পাবে। হিন্দু হওয়ার জন্যই তাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হয়েছে। তাদের যন্ত্রণা নিয়ে উপহাস করলে ভাগ্য শাস্তি দেবে।