বিজেপি কর্মী সুরেন্দ্র সিং(Photo Credits: ANI)

২৩মে, ২০১৯:‌ এবার ভোটে অঘটন ঘটিয়েছে অমেঠি(‌A‌methi) । যাকে বলে একেবারে ঐতিহাসিক ঘটনা। গান্ধী পরিবারের একচেটিয়া আধিপত্য খারিজ করে এবার অমেঠি সমর্থন জানিয়েছে বিজেপি(BJP) প্রার্থী স্মৃতি ইরানিকে(Smrity Irani)। কয়েক হাজার ভোটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে(Rahul Gandhi) হারিয়েছেন স্মৃতি। সেই বিপ্লবের উচ্ছ্বাস ফিকে হাওয়ার আগেও আবারও অঘটন অমেঠিতে। খুন হলেন এখানকার বিজেপি কর্মী। শনিবার রাতে গুলি করে খুন করা হয় তাঁকে। সুরেন্দ্র সিং নামে এই বিজেপি কর্মী এবার অমেঠিতে স্মৃতি ইরানির হয়ে প্রচার করেছিলেন।

শনিবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লখনউয়ে একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর সেখানেই মারা যান সুরেন্দ্র। এই ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। অমেঠির পুলিস সুপার রাজেশ কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে সেবিষয়ে নিশ্চিত নয় পরিবার।