দিল্লি, ৬ জুন: এবার অমরনাথ যাত্রা (Amarnath Yatra) নিয়ে সতর্কতা জারি করল গোয়েন্দা সংস্থা। জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রা শুরু হলে, যাত্রীদের উপর হামলা চালাতে পারে পাকিস্তানি জঙ্গিরা। এমনই সতর্কতা জারি করা হয়েছে। অমরনাথ যাত্রীদের গতি অবরুদ্ধ করতেই পাক জঙ্গিরা হামলা চালাতে পারে সতর্কতা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, রফিক নাই এবং মহম্মদ আমিন ভাটের উপর দায়িত্ব দেওয়া হয়েছে অমরনাথ যাত্রার সময় হামলা চালাতে। ভারতীয় গোয়েন্দাদের তরফে এমন সতর্কতা জারির পর কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।
রিপোর্টে প্রকাশ, রাজৌরি, পুঞ্চ, পির পাঞ্জার এলাকা এবং চেনাব উপত্যকায় যাতে জঙ্গি হামলা চালানো যায়, সে বিষয়ে রফিক নাই এবং মহম্মদ আমিন ভাটের উপর দেওয়া হয়েছে দায়িত্ব।
পুঞ্চের মেনধার এলাকার বাসিন্দা রফিক নাই। অন্যদিকে ডোডা জেলার বাসিন্দা মহম্মদ আমিন ভাট। এরা দুজনেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থেকে জঙ্গি হামলার ছক কষছে বলে খবর। ফলে রফিক নাই এবং মহম্মদ আমিন ভাট পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকলেও, ওইদুজনের পরিবারের উপর কড়া নজর রাখা হয়েছে বলে খবর।