Domestic Flights Suspension Extended: আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবাও

লকডাউন চলছে সারা দেশ জুড়ে। প্রাথমিকভাবে লকডাউনের (Lockdown) পর বাড়ানো হয়েছে এর সময়সীমা। তবে যানবাহনের ক্ষেত্রে যে সময়টা ছিল সেটিও বাড়ানো হল। ভারত সিওভিড -১৯ (COVID-19)-র বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা বাড়ায় ভারত জুড়ে সমস্ত অভ্যন্তরীণ বিমান (Domestic Airlines) পরিষেবার ওপর নিষেধাজ্ঞার সময় ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

IndiGo. (Photo Credits: Wikimedia Commons)

নতুন দিল্লি, ২৭ মার্চ: লকডাউন চলছে সারা দেশ জুড়ে। প্রাথমিকভাবে লকডাউনের (Lockdown) পর বাড়ানো হয়েছে এর সময়সীমা। তবে যানবাহনের ক্ষেত্রে যে সময়টা ছিল সেটিও বাড়ানো হল। ভারত সিওভিড -১৯ (COVID-19)-র বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা বাড়ায় ভারত জুড়ে সমস্ত অভ্যন্তরীণ বিমান (Domestic Airlines) পরিষেবার ওপর নিষেধাজ্ঞার সময় ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গত সপ্তাহে করোনাভাইরাস মহামারিতে জাতির উদ্দেশ্যে দ্বিতীয় ভাষণে প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদি ২১ দিন বন্ধের ঘোষণার আগেই ভারতে ও বাইরে আন্তর্জাতিক বিমান আগেই ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল। সিভিল এভিয়েশনের ডিরেক্টর জেনারেল আজ এক বিবৃতিতে বলেছেন,"ভারতে সিডিউল, নন-সিডিউল এবং প্রাইভেট বিমান বন্ধ থাকবে।" আরও পড়ুন, কর্নাটকে মৃত ৬৫ বছরের বৃদ্ধ, দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮

দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮। আজ কর্নাটকে (Karnataka) ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এএনআই জানিয়েছে, মৃত ব্যক্তি কর্নাটকের তুমাকুরুতে (Tumakuru) মারা যান। জানা গেছে যে মৃত ব্যক্তি ৫ মার্চ ট্রেনে দিল্লি গেছিলেন এবং ১১ মার্চ তিনি ফিরে আসেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই ব্যক্তি যাঁদের যাঁদের সঙ্গে ট্রেনের কামরায় ছিলেন সেই সমস্ত যাত্রীদের সন্ধান করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কর্নাটকে এনিয়ে তিনজনের মৃত্যু হল। বৃহস্পতিবার এক প্রবীণ মহিলার মৃত্যু হয়। ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুও হয়েছিল কর্নাটকের কালাবুরগিতে।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২৪। তাঁদের মধ্যে ৬৬১ জনের চিকিৎসা চলছে। ৬৬ জন সুস্থ হয়েছেন। করোনাভাইরাসের মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি জানতে এবং সেখানে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকাল ১০টায় মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, হরিয়ানার রাজ্যপাল এবং দিল্লির উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি।