মুম্বই, ২৪ মার্চ: আসন সমঝোতা পাকা হওয়ার মুখে মহারাষ্ট্রে সঙ্কটে এনডিএ। বারামতি আসনকে কেন্দ্র কে একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে প্রকাশ্য বিবাদ শুরু হয়ে গেল অজিত পাওয়ারের এনসিপি-র। অজিত পাওয়ারের বিরুদ্ধে প্রকাশ্য তোপ দাগা শিন্ডে সেনার নেতাকে বহিষ্কার না করা হলে এনসিপি আর বিজেপির সঙ্গে থাকবে না সে কথাও পরিষ্কার জানিয়ে দিল ঘড়ি শিবির। শরদ পাওয়ারের গড় হিসেবে পরিচিত বারামতি কেন্দ্রে অজিত পাওয়ারের স্ত্রী প্রার্থী হবেন শরদ পাওয়ারের সাংসদ কন্যা সুপ্রিয়া সুলে-র বিরুদ্ধে।
মোটের ওপর এটা ঠিক ছিল। কিন্তু এতে বেঁকে বসেন একনাথ শিন্ডে। বারামতি-তে শিন্ডে সেনার বড় নেতা বিজয় শিবতারে সেখানে প্রার্থী হতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তিনি প্রচারও শুরু করে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘনিষ্ঠ শিবসেনা নেতা বিজয় শিবতারে ঘুরিয়ে অজিত পাওয়ার-কে দুর্নীতির রাজা বলে কটাক্ষ করেছেন। বারামতিকে দুর্নীতি মুক্ত করতে হলে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে অজিত পাওয়ার নন, তাঁকেই প্রার্থী হবে বলে সাফ জানিয়েছেন বিজয় শিবতারে।
দেখুন খবরটি
Ajit Pawar-led NCP threatens to walk out of Mahayuti if Vijay Shivtare is not sacked@vinivdvc shares more details@toyasingh| #Maharashtra pic.twitter.com/cetidpHeUX
— News18 (@CNNnews18) March 24, 2024
অজিত পাওয়ারকে অপমান করায় জোর চটেছে এনসিপি। এবার বিজয় শিবতারেকে যদি একনাথ শিন্ড দল থেকে বহিষ্কার না করেন তাহলে এনসিপি (অজিত পাওয়ার) আর এনডিএ বা মহায়ুতিতে থাকবে না বলে জানানো হয়েছে। এবার দেখার জোটের বড় দা বিজেপি কোন কুল রাখে।