Governor Ajay Kumar Bhalla. (Photo Credits; X)

ইম্ফল, ৩ জানুয়ারি: মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা (Ajay Kumar Bhalla)। লক্ষ্মণ প্রসাদ আচার্যের পরিবর্তে মণিপুরের রাজভবনের দায়িত্ব এলেন ভাল্লা। উত্তর পূর্ব ভারতের বিজেপি শাসিত এই রাজ্যে দীর্ঘদিন ধরে অশান্তি, অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে। বেশ কিছু অপ্রীতিকর ঘটনায় মণিপুরের এন বীরেন সিং সরকারের ব্যর্থতা সামনে চলে আসছে। ইন্টারনেটে নিষেধাজ্ঞা থেকে ব্যাপক সংখ্যায় সেনা-কেন্দ্রীয় বাহিনী নামিয়েও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছেন না মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

এবার সেই মণিপুরে রাজভবনের দায়িত্ব নিলেন ২০১৯ সালের অগাস্ট থেকে পাঁচ বছর দেশের স্বরাষ্ট্রসচিব থাকা পঞ্জাবের ৬৪ বছরের অজয় ভাল্লা।

মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ অজয় ভাল্লা-র

 

নরেন্দ্র মোদী সরকারের নেওয়া জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর ভূ স্বর্গের পরিস্থিতি সামলানো থেকে দেশজুড়ে চলা সিএএ প্রতিবাদ, উত্তর ভারতের কৃষক আন্দোলন, কোভিড পরিস্থিতির মোকাবিলায় বড় ভূমিকা নেন। ভাল্লার কাজে নরেন্দ্র মোদী-অমিত শাহ এতই খুশি ছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব হিসেবে বারবার তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়। এরপর চলতি বছর ২২ অগাস্ট তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের পদ থেকে অবসর নেন। তবে অবসরের মাস চারেকের মধ্যে মোদী সরকারের সবচেয়ে বড় মাথাব্যথার মণিপুরের পরিস্থিতি সামলাতে জলন্ধরের দুঁদে আমলা ভাল্লা-কে সেখানে পাঠাল কেন্দ্র সরকার।