Air India Express (Photo Credits: X)

ভারত-চীনের মধ্যে সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। সম্প্রতি পড়শি দেশে সফরও করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুসম্পর্ক ধীরে ধীরে তৈরি হতেই দু’দেশের মধ্যে ফের শুরু হতে চলেছে সরাসরি বিমান পরিষেবা। যদিও প্রথমে শোনা গিয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই উড়ান পরিষেবা চালু হতে পারে। তবে এএনআই সূত্রে খবর, সেপ্টেম্বরে চালু হচ্ছে না। তবে এই বছরের মধ্যেই কোনও একটি মাসে চালু হতে চলেছে সরাসরি বিমান পরিষেবা।

চলতি বছর থেকেই চালু হবে বিমান পরিষেবা

এই নিয়ে গত জানুয়ারি মাস থেকে দুই দেশের সরকার আলোচনায় রয়েছে। যদিও প্রথমে এই পরিষেবা চালু করার ইচ্ছাপ্রকাশ করেছিল নয়াদিল্লি। পরে চীনের তরফেও আগ্রহ দেখানো হয়। যদিও সেই বিষয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে চলতি বছরের মধ্যেই সরাসরি বিমান পরিষেবা চালু হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়ার (Air India) কর্তৃপক্ষ। অন্যদিকে বিদেশমন্ত্রক সূত্রে খবর, অক্টোবরের শেষের দিকে শুরু হবে বিমান পরিষেবা। ইন্ডিগোর বিমান পরিষেবা কবে থেকে চালু হবে তা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না।

গালওয়ান উত্তেজনার পরেই সম্পর্কের অবনতি হয়

প্রসঙ্গত, করোনাকালে অতিমারির কারণে দুদেশের মধ্যে প্রথম বিমান পরিষেবা স্থগিত হয়েছিল। এরমধ্যেল ২০২০ সালে এপ্রিল থেকে লাদাখের কিছু অংশ অধিগ্রহণ করার চেষ্টা করে চীনা সেনা। ১৫ জুন গালওয়ানের ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। এরপর একাধিকবার কূটনৈতিক আলোচনা হয় দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে। তারপরেও সম্পর্ক উন্নতি হয় না। সেই সময় থেকেই দুই দেশের মধ্যে স্থগিত রয়েছে সরাসরি বপিমান পরিষেবা।