দিল্লি, ১০ অক্টোবর: এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে (Flight) ফের ত্রুটি দেখা দিল। এবার ইয়ার ইন্ডিয়ার ভিয়েনা-নিউ দিল্লি (New Delhi) বিমানে দেখা দেয় ত্রুটি। এআই ১১৪ বিমানটি যখন ভিয়েনা থেকে নিউ দিল্লির উদ্দেশে রওনা দেয়, সেটিতে প্রযুক্তিগত ত্রুটি চোখে পড়ে। ফলে মাঝ আকাশ থেকে বিমানটির পথ পরিবর্তন করা হয়। এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিকে নামানো হয় দুবাইতে। সেখানেই বিমানের প্রয়োজনীয় মেরামতির কাজ সারা হয়।
দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার সংশ্লিষ্ট বিমান (Air India Flight Glitch) উড়তে বেশ কিছুটা দেরি হবে। এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের সেই কথা জানিয়ে দেওয়া হয় আগে থেকেই। ফলে এয়ার ইন্ডিয়ার বিমানের প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে নিয়ে তারপর সেটি ফের দিল্লির উদ্দেশে রওনা দেয় বলে খবর।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের তরফে জানানো হয় এই খবর। যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানের উড়ান ঘিরে। তবে যাত্রীরা প্রত্যেকে সুস্থ এবং নিরাপদে আছেন বলে জানা যায়।
“AI-154 operating from Vienna to New Delhi on 9th October was diverted to Dubai to a suspected technical issue. The aircraft landed safely at Dubai and underwent necessary checks. All passengers were kept informed of the delay, provided refreshments and the flight departed at…
— ANI (@ANI) October 10, 2025
গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ভেঙে পড়ে। আহমেদাবাদ থেকে গ্যাটউইকের উদ্দেশে এয়ার ইন্ডিয়ার বোয়িংটি রওনা দিলে, সেটি হঠাৎ ভেঙে পড়ে একটি মেডিকেল কলেজের হস্টেলের ছাদে। ভয়াবহ ওই দুর্ঘটনার জেরে ২৭৬ জনের মৃত্যু হয়।
আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। কীভাবে বিমানটি ভেঙে পড়ল, কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তা নিয়ে তল্লাশি এখনও অব্যাহত।