হায়দরাবাদ: বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress) একই কয়েনের দুটো দিক (two sides of the same coin)। দুই পার্টিই সরকারে থাকাকালীন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে (promoted corruption)। সোমবার তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে (Hyderabad) সংবাদসংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে এই অভিযোগই করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (AIMIM chief Asaduddin Owaisi)।
মঙ্গলবার রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে একদিনের অনশনে বসছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্য়মন্ত্রী সচিন পাইলট (Congress' Sachin Pilot)। নিজের দলের সরকারের বিরুদ্ধে তাঁর এই প্রতিবাদ কর্মসূচীকে হাতিহার করে আসাদউদ্দিন বলেন, "কংগ্রেস ও বিজেপি যে যখনই ক্ষমতা থাকে তখন দুর্নীতিকে প্রশ্রয় দেয়। তার প্রমাণই আজ পাওয়া যাচ্ছে। রাজস্থানে (Rajasthan) নিজের দলের সরকারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ জানিয়ে অনশনে বসছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট। তাঁর অভিযোগ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে (BJP leader and former chief minister Vasundhara Raje)-সহ বিভিন্ন নেতা-নেত্রীদের দুর্নীতির মামলায় কংগ্রেস সরকার নিষ্ক্রিয় রয়েছে। কোনও ব্যবস্থাই নিচ্ছে না। সচিন পাইলটের এই আন্দোলন কী বার্তা দিচ্ছে? এই ঘটনা এটাই প্রমাণ করছে যে কোনও দলই দুর্নীতি নিয়ন্ত্রণ করার বিষয়ে কোনও গুরুত্বই দিচ্ছে না। রাজস্থানের সাধারণকে সুশাসন দেওয়ার বদলে কংগ্রেস এই সমস্ত কাজ করছে।"
তবে সচিন পাইলটকে তিনি সমর্থন করছেন কিনা প্রশ্ন করলে ওয়েইসি বলেন, "আমি তাঁকে সমর্থন করার কে? তিনি নিজের দলের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন।" আরও পড়ুন: Big Action On Khalistan: পাঞ্জাব পুলিশের বড় সাফল্য, গ্রেফতার খালিস্তানি অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ সঙ্গী পাপলপ্রীত সিং
ভিডিয়োতে শুনুন আসাদউদ্দিন ওয়েইসির বক্তব্য:
#WATCH कांग्रेस की सरकार हो या BJP हो दोनों एक ही सिक्के के दो रुख हैं, दोनों ने भ्रष्टाचार को बढ़ावा दिया था इसलिए आज एक राज्य के पूर्व उप मुख्यमंत्री(सचिन पायलट) अपनी ही पार्टी के खिलाफ प्रदर्शन करने जा रहे हैं: AIMIM प्रमुख असदुद्दीन ओवैसी, हैदराबाद pic.twitter.com/Ur0SCmsOwz
— ANI_HindiNews (@AHindinews) April 10, 2023