গত সপ্তাহেই গুজরাটের (Gujrat) ভদোদরায় গম্ভীরা ব্রিজের একাংশ ভেঙে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অনেকে। এই ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। দিনকয়েক ধরেই গুজরাটের বিভিন্ন জেলায় সেতু পরিদর্শন শুরু করেছে প্রশাসন। শনিবার আহমেদাবাদ আর্বান ডেভলপমেন্ট অথোরিটির (Ahmedabad Urban Development Authority) পক্ষ থেকে সবরমতী নদীর ওপর তৈরি সেতু পরীক্ষার কাজ শুরু করা হয়েছে। মূলত, ব্রিজের সংস্কার ঠিকভাবে করা হচ্ছে কিনা, যানবাহন চলাচলের যোগ্য কিনা, এই বিষয়টি খতিয়ে দেখছে ইঞ্জিনিয়ারদের বিশেষ দল। ভদোদরার ঘটনার পর রাজ্যে এখনও পর্যন্ত ৫টি সেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ রেথেছে সরকার।
সেতু পরীক্ষার কাজ চালাচ্ছে গুজরাট সরকার
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র একটি রিপোর্ট অনুযায়ী সম্প্রতি নর্মদা ক্যানেল নেটওয়ার্কের ৫টি সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রেথেছে। এরমধ্যে দুটি রয়েছে মোরবি জেলায় এবং তিনটি রয়েছে সুরেন্দ্রনগরে আর ৪টি সেতুর ওপর ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সবমিলিয়ে ৩৬টি সেতুর ওপর আগামী কয়েকমাস পর্যন্ত মেরামতির কাজ চলবে। জানা যাচ্ছে, রাজ্যজুড়ে ২১১০টি সেতুর ওপর স্বাস্থ্য পরীক্ষার কাজ চালাচ্ছে নর্মদা নিগম লিমিটেড।
সেতুগুলির ওপর নজর রয়েছে বাংলার সরকারেরও
এদিকে ভদোদরার সেতু বিপর্যয়ের ঘটনার পর ঘুম ভেঙেছে অনান্য রাজ্যের সরকারেরও। সম্প্রতি এই রাজ্যের কলকাতায় অবস্থিত একাধিক ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছে পূর্ত ভবন। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের কাছে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রিজগুলিতে ভারীয় যানবাহন চলাচল হচ্ছে, দীর্ঘদিন ব্যবহার হচ্ছে না, সেই সমস্ত ব্রিজে স্পেশাল ইনস্পেকশন হবে। প্রয়োজনে মেরামতির কাজ করতে হবে।