Agartala: ত্রিপুরা হাইকোর্টে মুখ্য বিচারপতি হিসেবে শপথ যশবন্ত সিং-এর

শপথ নিলেন জাস্টিস যশবন্ত সিং।

photo credit Twiter

ত্রিপুরা হাই কোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিলেন জাস্টিস যশবন্ত সিং(Justice Jaswant Singh)।ত্রিপুরার সপ্তম চিফ জাস্টিস হিসেবে শপথ গ্রহন করলেন তিনি। বুধবার ত্রিপুরার রাজভবনে একটি সাধারন অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজ্যপাল  সত্যদেও নারায়ন আর্য্য'র (Satyadeo Narain Arya) উপস্থিতিতে শপথ গ্রহন অনুষ্ঠান পূর্ণ হয়। ত্রিপুরা হাইকোর্টে মুখ্যবিচারপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি ওড়িশ্যা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন।

গত বছরের নভেম্বরে বিচারপতি ইন্দ্রজিত মহন্তি (Indrajit Mahanty)  প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহন করার পর এই পদ খালিই ছিল।এবং সেই জায়গায় কার্যকারী বিচারপতি হিসেবে দায়িত্বভার চালাচ্ছিলেন বিচারপতি টি অমরনাথ গৌড় (Justice T. Amarnath Goud)

 

Agartala | Justice Jaswant Singh takes oath as Chief Justice of Tripura High Court pic.twitter.com/uOydxIgmiR



@endif