Zohran Mamdani (Photo Credit: X)

মুম্বই, ৫ নভেম্বর: দক্ষিণ এশিয়ার সবেচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জ়োহরান মামদানি (Zohran। ভারতীয় বংশোদ্ভুদ জ়োহরান মামদানিকে নিয়ে তাই আগ্রহের অন্ত নেই। ভারত-মার্কিন চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্র জ়োহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মুম্বইয়ের বিজেপি নেতা।

মুম্বইয়ের বিজেপি প্রধান অমিত সাতাম নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে একটি পোস্ট করেন। যেখানে অমিত সতমকে বলতে শোনা যায়, কোনও খান যাতে মুম্বইয়ের মেয়র পদে বসতে না পারেন, সে বিষয়ে তাঁরা সতর্ক।

প্রসঙ্গে অন্ধেরি পশ্চিমের বিধায়ক এই অমিত সাতাম। নিউ ইয়র্কে জ়োহরান মামদানি মেয়র পদে ়নির্বাচিত হতেই ধর্মীয় বিভাজনের ভিত্তিতে বিতর্কিত মন্তব্য করেন অমিত সাতাম।

আরও পড়ুন: Zohran Mamdani Video: নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানি রজনীগন্ধা খাচ্ছেন, এবার প্রকৃত ভারতীয় মনে হচ্ছে, মন্তব্য নেটবাসীর, ভাইরাল ভিডিয়ো

পশ্চিমী বিশ্বে যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে, মুম্বইতেও তা চালানোর চেষ্টা চলছে বলে অবিযোগ করেন অমিত সাতাম। পাশাপাশি নিউ ইয়র্ক থেকে জ়োহরান মামদানির এই জয়কে 'ভোট জিহাদ' বলে অভিহিত করেন বিজেপির মুম্বইয়ের এই নেতা।

অমিত সাতাম আরও বলেন, রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে কিছু মানুষ তোষণের রাজনীতি করছেন। তবে মুম্বইকে এই ধরনের শক্তি থেকে দূরে রাখা প্রয়োজন। যাঁরা সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছেন, তাঁদের কাছ থেকে এই শহরকে কদূরে রাখতে হবে বলেও মন্তব্য করেন মুম্বইয়ের এই বিজেপি নেতা।

যদিও তিনি আরও দাবি করেন, তাঁরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। তবে কেউ যদি ধর্মের জিগির তুলে সমাজকে বিভক্ত করার চেষ্টা চালায়, তাহলে তাঁগদের রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেন মুম্বইয়ের এই বিজেপি নেতা।

ভারতীয় বংশোদ্ভুদ চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার এবং ভারতীয় বংশোদ্ভুদ স্কলার মাহমুদ মামদানির ছেলে হলেন জ়োহরান মামদানি। অ্যান্ড্রিউ কউমোকে পরাজিত করে নিউ ইয়র্ক থেকে মেয়র পদে নির্বাচিত হন জ়োহরান মামদানি।