সরকারীভাবে এনডিএ ছেড়ে বেরিয়ে আসার কথা ঘোষণা করল তামিলনাড়ুর প্রধান বিরোধী দল AIADMK। বিজেপির সঙ্গ ছেড়ে INDIA জোটে যোগ দেওয়া সম্ভব নয় জয়ললিতার দলের। কারণ INDIA জোটের গুরুত্বপূর্ণ দল হল DMK। AIADMK এই জন্য আসন্ন লোকসভা নির্বাচনে আলাদা ফ্রন্ট গড়ে লড়ার কথা ঘোষণা করল।
জয়ললিতার দলের সঙ্গে বিজেপির সখ্যতা দীর্ঘদিনের। একটা সময় শিবসেনা, শিরোমণি অকালি দলের মত এআইএডিএমকে ছিল এনডিএ-র বিশ্বস্ত দল। কিন্তু জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুতে আর কারও ভরসায় না থেকে বিজেপি নিজের পায়ে দাঁড়াতে চায়। আর তাই কট্টর রাজনীতিতে বিশ্বাসী আন্নামালাইকে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি করেন অমিত শাহ, জেপি নাড্ডা-রা।
দেখুন এনডিএ ছেড়ে বেরিয়ে আসার ঘোষণার পর বাজি ফাটিয়ে উচ্ছ্বাস AIADMK কর্মীদের
#WATCH | Tamil Nadu | AIADMK workers burst crackers in Chennai after the party announces breaking of all ties with BJP and NDA from today. pic.twitter.com/k4UXpuoJhj
— ANI (@ANI) September 25, 2023
আন্নামালাই ডিএমকে-র মত এআইএডিএমে-র নেতাদের কড়া ভাষায় আক্রমণ করতে থাকে। বিজেপির তামিলনাড়ুর সভাপতি প্রয়াত জয়ললিতাকেও আক্রমণ করতে ছাড়েননি। এতেই AIADMK-র নিচু তলায় বিজেপিকে নিয়ে ক্ষোভ তৈরি হয়। ফলে বিজেপির সঙ্গ ত্যাগ করল AIADMK। এনডিএ ছেড়ে এএআইএডিএমকে-র নেতাদের চ্যালেঞ্জ বিজেপি এবার জামানত বাঁচিয়ে দেখাক। ক দিন আগে কর্ণাটকে জেডি (এস) সরকারীভাবে এনডিএ-তে যোগ দেয়। এবার সরকারীবাবে এনডিএ ছাড়ল এআইএডিমকে।