Arvind Kejriwal, Sunita Kejriwal (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২১ জুন: তাঁর স্বামীর সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে, যেন তিনি একজন 'জঙ্গি'। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিনের মঞ্জুর হওয়া রায়ের বিরুদ্ধে ইডি দিল্লি হাইকোর্টে আবেদন করতেই তোপ দাগলেন সুনীতা কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী (Sunita Kejriwal)বলেন, ট্রায়াল কোর্টের ওয়েবসইটে তাঁর স্বামীর জামিন মঞ্জুর হওয়ার রায় আপলোড হওয়া আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বিরোধিতা করে। ট্রায়াল কোর্টের ওয়েবসাইটে রায় আপলোড হওয়ার আগেই তাকে চ্যালেঞ্জ করে ইডি দিল্লি হাইকোর্টে চলে যায় বলে দাবি করেন কেজরিওয়াল-পত্নী।

আরও পড়ুন: Arvind Kejriwal: দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিন স্থগিত করতেই তোপ সঞ্জয় সিংয়ের, বললেন, 'মোদীজি কেন বিচার ব্যবস্থাকে 'উপহাস' করছেন?

কেন্দ্রী সরকার স্বৈরতন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেন সুনীতা কেজরিওয়াল। হরিয়ানা থেকে দিল্লির জন্য আরও জল আনতে হবে বলে যখন দাবি করছেন দিল্লির মন্ত্রী অতশী, সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী। এমনকী, কেন্দ্রীয় সরকার যে একনায়কতন্ত্র চালাচ্ছে, তা ব সীমা পার করেছে বলেও তোপ দাগেন সুনীতা কেজরিওয়াল।