Adhir Chowdhury Attacks Kapil Sibal: কংগ্রেসে নতুন নেতা তৈরি করুন গান্ধীরা, কপিল সিব্বলের মন্তব্যে পালটা কটাক্ষ অধীরের
Adhir Chowdhury, Sonia Gandhi, Kapil Sibal (Photo Credit: ANI/Twitter/Wikipedia)

দিল্লি, ১৬ মার্চ:  কপিল সিব্বল (Kapil Sibal) কোথাকার নেতা, আমি জানি না।  ইউপিএ যখন ক্ষমতায় ছিল, তখন সিব্বলের কাছে কংগ্রেসের সব ভাল ছিল।  এখন ইউপিএ ক্ষমতায় নেই বলে কংগ্রেসের সব সিদ্ধান্ত সিব্বলের কাছে খারাপ লাগছে বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury )। প্রসঙ্গত ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলে বেরনোর পর সোনিয়া গান্ধীসহ গোটা গান্ধী পরিবারকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা কপিল সিব্বল।  তিনি বলেন, গান্ধীদের এবার নতুন নেতা তৈরি করতে হবে।  দলের মধ্যে থেকেই যাতে নতুন নেতার উৎপত্তি হয়, গান্ধী পরিবারকে সেদিকে নজর দিতে হবে বলেও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের কটাক্ষ করেন সিব্বল।

এমনকী, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সমস্ত সিদ্ধান্ত নেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi) ।  তাই গান্ধী পরিবারকে দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে কি না, তা বলতে পারেন না নেতা, কর্মীরা।  কিন্তু এবার কংগ্রেসের দায়িত্ব থেকে সরে নতুন নেতাদের হাতে গান্ধী পরিবার যাতে দলের ব্যাটন তুলে দেন, সে বিষয়ে সওয়াল করেন সিব্বল।

আরও পড়ুন:  The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস' দেখতে চাইলেই অর্ধদিবস ছুটি সরকারি কর্মীদের, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

ইউপিএ জমানার প্রাক্তন মন্ত্রী কপিল সিব্বলের ওই মন্তব্যের পর তাঁকে পালটা কটাক্ষ করেন একের পর এক কংগ্রেস নেতা। সেই তালিকায় এবার যুক্ত হল বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নাম।