নতুন দিল্লি, ১৬ সেপ্টেম্বর: আবগারি দুর্নীতি কাণ্ডে জামিন পাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই কথা মত আগামিকাল, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনার কাছে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র জমা দেবেন কেজরিওয়াল। তার আগে দুপুর সাড়ে ১১টায় মুখ্যমন্ত্রীর বাসভবনে অরবিন্দ কেজরিওয়ালের উত্তরসূরি বেছে নিতে বৈঠকে বসবে আম আদমি পার্টির পরিষদীয় দল।
কেজরিওয়াল আগেই ঘোষণা করেছেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এবং মণীশ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী পদে তখনই বসবেন যখন মানুষ তাদের ফের ভোটে জিতিয়ে নির্বাচিত করবেন। জোর জল্পনা, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজিরওয়াল দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তবে আম আদমি পার্টির পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছু বলা হয়নি। অনেকেই বলছেন, মাস কয়েকের জন্য দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন অতিশী, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাইয়ের মধ্যে থেকে কোনও হাইপ্রোফাইলা রাজ্যের মন্ত্রী।
দেখুন কাল পদত্যাগ কেজরিওয়ালের
AAP legislative party meeting to be held tomorrow, 17th September at 11 am at CM house, regarding the final decision over the new Delhi CM. CM Arvind Kejriwal is likely to tender his resignation to the LG at 4.30 pm tomorrow and the name of new Leader of legislative party will be…
— ANI (@ANI) September 16, 2024
আম আদমি পার্টি নভেম্বরেই দিল্লির বিধানসভা নির্বাচন করার দাবি জানিয়েছে। আগমী বছর মার্চে শেষ হচ্ছে দিল্লি বিধানসভার মেয়াদ।