Aadhaar-PAN linking | Image used for illustration purpose

নতুন দিল্লি, ৩১ মার্চ: আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণের (Aadhaar-PAN Linking) সময়সীমা বাড়ল। আজই এই সংযুক্তিকরণের শেষদিন ছিল। আজ কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। আয়কর বিভাগ টুইট করে বলেছে, করদাতারা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেদিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল। ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হল। কোভিড-১৯ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়কর আইন ১৯৬১ অনুযায়ী ১৪৮ ধারা মেনে এই নোটিশ জারি করা হয়েছে। ডিসপুট রেজলিউশন প্য়ানেল এবং ল্যাবি স্টেচমেন্টের সময়সীমা বাড়ানো হল ৩০ এপ্রিল পর্যন্ত। আরও পড়ুন: LPG Price Reduce: রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ১০ টাকা দাম কমল

এর আগে সরকার জানিয়েছিল যে প্যান ও আধারের সংযুক্তিকরণের সময়সীমা ছিল ৩১ মার্চ। এই সময়ের মধ্যে প্যান এবং আধার সংযুক্তিকরণ না করলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে।