
রবিবাসরীয় সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল বিহারের (Bihar) ঔরঙ্গাবাদে (Aurangabad) জাতীয় সড়ক ১৯-এ। দুটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকল জাতীয় সড়ক। জানা যাচ্ছে, যোগিয়া মোড়ের কাছে আচমকাই একটি যাত্রীবাহী ট্রাকের চালক ব্রেক কষে। আচমকা ঘটনাটি ঘটনায় পেছনে থাকা আরেকটি ট্রাক সজোরে এসে ধাক্কা মারে। আর এই দুর্ঘটনায় পেছনে থাকা ট্রাকের চালক গুরুতর আহত হন।
ঘাতক ট্রাক চালক পলাতক
খবর পেয়ে ঘটনাস্থলে আসে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মী, স্থানীয় থানার পুলিশ। তাঁরা এলাকাবাসীদের সাহায্যে দুর্ঘটনাগ্রস্থ ট্রাকে আটকে থাকা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে আরেকটি ট্রাকের চালক ও খালাসী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
দেখুন ভিডিয়ো
Aurangabad, Bihar: A truck driver was trapped between the steering and seat after a collision between two trucks on NH-19 near Jogia Mor. NHAI staff and locals rescued him after hours; he was rushed to Sadar Hospital in critical condition pic.twitter.com/lqLxPEiLR6
— IANS (@ians_india) May 25, 2025
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
যদিও সামনের ট্রাকটি কেম আচমকা ব্রেক কষল তা এখনও স্পষ্ট নয়। এবং দুর্ঘটনার সময় দুটি গাড়ির গতি কতটা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার সকালে এই ঘটনা ঘটনায় দীর্ঘক্ষণ জাতীয় সড়কে বন্ধ থাকে যান চলাচল। যদিও বেলা গড়ালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। দুটি ট্রাকই আপাতত বাজেয়াপ্ত করেছে পুলিশ।