রবিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল গুজরাটের ভাবনগরে (Bhavnagar)। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৩ জনের। কার্যত গার্ডরেলে উঠে গেল গাড়িটি। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই হতাহতদের দেহ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। যদিও কারোরই পরিচয় এখনও জানা যায়নি। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

জানা যাচ্ছে, এদিন ভাবনগর-ধোলেড়া জাতীয় সড়কে একটি কালো রঙের প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি সাদা গাড়িতে। দুটি গাড়িই কার্যত দুমড়ে মুচড়ে যায়। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটি পুলিশ উদ্ধার করেছে। কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্থ এলাকায় আপাতত স্বাভাবিক রয়েছে যান চলাচল।