একদিকে টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গ পরিদর্শনে যেতে গিয়ে তৃণমূল সমর্থকদের হাতে আক্রান্ত হন খগেন মুর্মূ, শঙ্কর ঘোষের মতো বিজেপির দুই নেতা। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় (Tripura) তৃণমূলের একটি মাত্র পার্টি অফিসে ভাঙচু়ড় করে বিজেপির কর্মী সমর্থকরা। এই নিয়ে বাংলা থেকে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল গত বুধবারই আগরতলায় পৌঁছান। তারপর থেকেই রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। এরমধ্যেই বৃহস্পতিবার থানায় গিয়ে দলীয় কার্যালয় ভাঙচু়ড় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল নেতৃত্ব।

থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

বৃহস্পতিবার দুপুরে আগরতলায় এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডল, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহারা। তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনা্টি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ঘটিয়েছে। এমনকী হামলাকারীদের চিহ্নিত করাও গিয়েছে। যদিও ত্রিপুরা বিজেপির পাল্টা দাবি, তৃণমূল বিজেপির কাছে কোনও প্রতিযোগীতাতেই নেই। ফলে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও হাত নেই। উত্তরবঙ্গের ইস্যু থেকে মানুষের মোড় ঘোরা্তেই এইসব ঘটনা তৃণমূল ঘটাচ্ছে।

ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দলের ধর্ণা

প্রসঙ্গত, গোটা ত্রিপুরাতে একমাত্র আগরতলাতেই তৃণমূল একটি পার্টি অফিস রয়েছে। গত বুধবার সেটা যথেচ্ছ ভাঙচুড় চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনার প্রতিবাদে গতকাল আগরতলা এয়ারপোর্ট থেকেই বিক্ষোভ প্রদর্শন করছে তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্য সরকার তাঁদের কোনও সহযোগিতা করছে না এই নিয়ে বিমানবন্দরেই ধর্নায় বসেন কুণাল-সায়নীরা। যদিও পরে প্রশাসনিক আধিকারিকরা এসে তাঁদের তুলে দেয়।