খাস দিল্লিতে রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নেহেরু প্লেসের কালকাজি থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, এদিন সকাল ৯টা ৪০ নাগাদ থানায় ফোন আসে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় একটি গাড়ির মধ্যে অর্ধদ্বগ্ধ দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায়, যুবকটি আত্মহত্যা করেছে। অর্থাৎ গাড়িতে বসেই নিজের গায়ে আগুন লাগিয়েছে। যদিও গোটা বিষয়টি গভীরে তদন্ত করছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যুবকের নাম ধ্রুব মহাজন। পেশায় ব্যবসায়ী ওই যুবক বড়সড় দেনায় ডুবেছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বুধবার ভোর ৩টে ৩০ নাগাদ পাহাড়পুরা বিজনেস সেন্টারের (Pahadpur Business Centre) পার্কিং লটে গাড়ি নিয়ে আসে ধ্রুব। তার ঠিক ৭ মিনিট পর গাড়ি থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। ১ মিনিটের মতো সময় ধরে আগুন জ্বলে। তারপর থেকেই নিথর অবস্থায় দেহটি পড়েছিল। সকাল হতেই লোকজন যাতায়াত করতে গিয়ে ঘটনাটি লক্ষ্য করে। তারপরেই খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
"Today at around 9:40AM, a PCR was received in PS Kalkaji that a body with blood splattered around it is lying inside a parked car in front of Pahadpur Business Centre in Nehru Place. CCTV footage revealed that the man had come to the spot in his car at around 03:30 AM and about…
— ANI (@ANI) June 6, 2024
চিকিৎসকেরা অবশ্য জানিয়েছেন, যুবকটি হাইপোক্সিয়া স্ট্রেসে ভুগছিলেন। ফলে ঘটনাটির সময় নাক দিয়েও রক্ত পড়েছে এবং মৃত্যু শ্বাসরোধের কারণেই হয়েছে। তবে ধোঁয়াসা রয়েছে অনেক বিষয়ে। আচমকাই গাড়ির মধ্যে কীভাবে আগুন লাগলো, আর যুবকটি কেন আত্মহত্যার জন্য নিজের গাড়িকেই বেছে নেবে, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এটা নিতান্তই আত্মহত্যা নাকি চক্রান্ত করে খুন করা হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।