নয়াদিল্লিঃ দিওয়ালি(Diwali 2024) উপলক্ষে গ্রামে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আচমকা পুলিশ(Police) এসে জানায়, এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। থানায় তুলে নিয়ে যাওয়া হল গ্রাম প্রধানকে। এরপরই আসল ঘটনার সূত্রপাত। অভিযোগ থানায় গ্রাম(Village) প্রধানকে নিজের থুতু চাটতে বাধ্য করা হয়েছে। এই ঘটনা জানাজানি হতে ছড়িয়েছে উত্তেজনা। জানা গিয়েছে গত ৩০ অক্টোবর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রায়বরেলীর নাসিরাবাদে। গ্রামে নাটকের অনুষ্ঠানের অয়োজন করা হয়েছিল। সময়মতো চলছিল অনুষ্ঠাম। আচমকা সেখানে হাজির হয় পুলিশ। জানায়, এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। এরপরই সেখান থেকে প্রধান সহ পাঁচজন উদ্যোক্তাকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে সকলেই মদ্যপ ছিলেন বলে পাল্টা অভিযোগ পুলিশের। পুলিশের সঙ্গে অভব্য আচরণ করেন তাঁরা, এমনটাই পুলিশ সূত্রে খবর। এমনকী থানার বিরুদ্ধে আনা অভিযোগকে অস্বীকার করে পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের সঙ্গে থানায় থুতু চাটানোর মতো কোনও আচরণ করা হয়নি। গোটা ঘটনার তদন্ত চলছে।
থানায় আটক ব্যক্তিতে থুতু চাটানোর অভিযোগ, কাঠগড়ায় পুলিশ
In a shocking incident, a man was forced to lick his own spit in Nasirabad area of Uttar Pradesh, said reports in this regard #UttarPradesh https://t.co/UBJje6KTjO
— Kalinga TV (@Kalingatv) November 4, 2024