প্রতীকী ছবি (ফাইল ফটো)

নিজের বাবাকে খুন করল ছেলে। থুনের পর দেহ পুড়়িয়ে দেওয়ার চেষ্টা করল অভিযুক্ত। শুক্রবার ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাতিণ্ডায় (Bathinda)। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে খুন করেছে বৃদ্ধকে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। এছাড়া বৃদ্ধের অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে মৃতের এক ছেলে ও মেয়েকে মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁরা বিদেশে বসবাস করেন বলে জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় অভিযুক্ত কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও জড়িত ছিলেন। তাঁদের খোঁজেও চলছে তল্লাশি অভিযান।

সম্পত্তির লোভে বাবাকে খুন

জানা যাচ্ছে, ভাতিণ্ডার সিভিয়ান গ্রামে বারিন্দর সিংয়ের বাড়ি। সেখানেই বড় ছেলে যদবিন্দর থাকতেন। বারিন্দরের বাকি দুই ছেলে-মেয়ে দীর্ঘদিন ধরেই বিদেশে থাকছেন। সম্প্রতি টাকা পয়সা ও সম্পত্তি নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। এই অশান্তি শুক্রবার সকালেও হয়। তখনই রাগের মাথায় ১২ বোরো বন্দুক দিয়ে একেবারে কাছ থেকে নিজের বাবাকে গুলি করে যদবিন্দর। ঘটনাস্থলেই মৃত্যু হয় বারিন্দরের। এরপর নিজের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের ডাকে অভিযুক্ত।

গ্রেফতার অভিযুক্ত

তাঁদের সঙ্গে পরিকল্পনা করে যে বাড়িতে আগুন লাগিয়ে দেবে এবং খুনকে দুর্ঘটনা হিসেবে দেখানোর পরিকল্পনা করেন। সেই মতো বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে সে। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেয়। এবং ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত যদবিন্দরকে গ্রেফতার করে।