আগরতলা স্টেশনে (Agartala Railway Station ) অনেক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিলেন তিন যুবক।  সন্দেহ হওয়া তাঁদেরকে প্লাটফর্মেই জিজ্ঞাসাবাদ শুরু করে । এরপর তাঁদের নথিপত্র দেখতে চাওয়া হলেই বেরিয়ে আসে আসল সত্য। সীমান্ত এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে ঢুকে পড়েছিল বাংলাদেশের তিন নাগরিক। আগরতলা স্টেশন থেকে তাঁদের গন্তব্য ছিল ভিনরাজ্যে। তবে তার আগেই যুবকদের গ্রেফতার করা হয়। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আগামী সোমবার  তাঁদের আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, আইবি-র থেকে আগেই খবর পেয়ে আগরতলা স্টেশনে নজরদারি রেখেছিল আরপিএফ, জিআরপি ও বিএসএফের জওয়ানরা। অবশেষে রবিবার বিকেলের দিকে প্লাটফর্মে তিন যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে আসল তথ্য। যদিও তাঁরা কীভাবে এই দেশে এল এবং তাঁদের সঙ্গে আর কোনও সঙ্গী ছিল কিনা, সেই বিষয় জানার জন্য শুরু হয়েছে জেরা।