ভারী বৃষ্টির কারণে উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বাড়ির ছাঁদ। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মিরাটের (Meerut) আহমেদনগরের ১৫ নম্বর গলিতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও পুলিশ। ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু ও মহিলার। যার মধ্যে শিশুটির বয়স ছিল মাত্র ৯ মাস। অন্যদিকে, এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাঁদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। এদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
মিরাটে বহুতল ভেঙে মৃত ২
জানা যাচ্ছে, এদিন গভীর রাতে স্থানীয় থানায় বাড়ি ভেঙে পড়ার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বিভাগ ও উদ্ধারকারী দল। তারপর থেকে এথনও পর্যন্ত জারি রয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তুপ থেকে মৃত অবস্থায় বের করা হয়েছে বছর ২৫-এর রুকসার নামে এক মহিলা ও ৯ মাসের মাহিরা নামে এক শিশুর দেহ। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
দিল্লিতেও ভেঙে পড়েছে বহুতল
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, টানা ঝড়বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে শনিবা্র ভোররাতে দিল্লির মুস্তাফানাগরেও একটি বহুতল ভেঙে পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পযন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।