রাতের অন্ধকারে গুগল ম্যাপ দেখে গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়ে ঘটল বিপত্তি। গাড়ি উল্টে পড়ল খাদে। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বইতে (Navi Mumbai) বেলাপুর এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, মেরিন সিকিউরিটি গার্ডের সদস্যরা তাঁরাই গাড়ি ও মহিলা দুজনকেই উদ্ধার করে। ঘটনার সময় মহিলা নিজেই গাড়ি চালাচ্ছিল এবং সঙ্গে কোনও সহযাত্রী ছিল না। ইতিমধ্যেই মহিলাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।
উলওয়েতে যাওয়ার পথে দুর্ঘটনা
জানা যাচ্ছে, গতকাল রাত ১টা নাগাদ উলওয়ের দিকে অডি গাড়ি করে যাচ্ছিলেন মহিলা। রাস্তা না চেনায় গুগল ম্যাপ দেখে যাচ্ছিলেন তিনি। ম্যাপ অনুযায়ী বেলাপুর হয়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ওপরে ব্রিজ থাকা সত্ত্বেও সে ব্রিজের নীচ দিয়ে যাচ্ছিল সে। আর তাতেই দিকভ্রান্ত হয়ে বেলাপুর খাদে পড়ে যায় গাড়ি। সেই সময় একটি মেরিন গার্ডের নৌকা পরিদর্শনে বেরিয়েছিল। তাঁরাই উদ্ধাকাজে হাত লাগায়।
ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁরাও উদ্ধারকাজে হাত লাগায়। কয়েকঘন্টার মধ্যেই মহিলাকে উদ্ধার করা হয়। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মহিলা কী মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।