Delhi Metro: দিল্লি মেট্রোয় মহিলাকে যৌনাঙ্গ দেখিয়ে গ্রেফতার ২৬ বছরের যুবক
আজ থেকে চলবে দিল্লি মেট্রো (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৫ এপ্রিল: ফের খবরে দিল্লি মেট্রো। গত ৪ এপ্রিল দিল্লির মেট্রোর লিফটে এক মহিলার যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল রাজেশ কুমার নামের এক যুবকের বিরুদ্ধে। মহিলার অভিযোগ ছিল, ২৬ বছরের সেই যুবক দক্ষিণ দিল্লির জাসোলা মেট্রো স্টেশনের যৌনাঙ্গ বের করে দেখায়, তারপর লিফটে তাকে ছোঁয়ার চেষ্টা করে।

অভিযুক্ত দিল্লির এক বেসরকারী হাসপাতালে রক্ষণাবেক্ষণের কাজ করেন। মহিলা পেশায় আর্কিটেক্ট। সিসিটিভি ফুটেজ দেখে রাজেশের অপকীর্তি নিয়ে নিশ্চিত হয় পুলিশ। তবে মহিলা চিতকার করার পরই রাজেশ মেট্রো স্টেশন থেকে ছুটে পালায়। আরও পড়ুন-কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পরীক্ষা এবার বাংলা সহ ১৩টি আঞ্চলিক ভাষাতেও

দেখুন টুইট

স্থানীয় পুলিশের তৎপরতায় সেই যুবককে গ্রেফতার করা হল। অভিযুক্তর বিরুদ্ধে মহিলাকে যৌন হেনস্থার মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।