Mid Day Meal (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ রাজস্থানে (Rajasthan)মর্মান্তিক ঘটনা। মিড ডে মিল (Mid Day Meal) খেয়ে অসুস্থ ৯০ জন পড়ুয়া। ঘটনায় উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। মিড ডে মিল থেকেই বিষক্রিয়া বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলার এক সরকারি স্কুলে। এদিন ওই স্কুলে বাচ্চাদের রুটি এবং সব্জি খেতে দেওয়া হয়েছিল। সেই খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। পেটে ব্যথা এবং বমি শুরু হয়।খবর পেয়ে স্কুলে চলে আসেন অভিভাবকেরা। একে একে অসুস্থ পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল টিম গঠন করে শুরু হয় চিকিৎসা। অসুস্থ পড়ুয়াদের পরিষেবা দেওয়ার জন্য আনা হয় অতিরিক্ত চিকিৎসক এবং নার্সদের। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সকল পড়ুয়াই বিপন্মুক্ত। অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে দেখতে আসেন জেলাশাসক দেবেন্দ্র কুমার। হাসপাতাল পরিদর্শন করে তিনি ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেন। ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই স্কুলের মিড-ডে মিল তৈরির সঙ্গে যুক্ত এক কর্মী জানান, একই ময়দা দিয়ে আগের দিনও রুটি তৈরি করা হয়েছিল সেই খাবার খেয়ে কোনওরকম সমস্যা তৈরি হয়নি।

মিড ডে মিল খেয়ে অসুস্থ ৯০ জন পড়ুয়া