হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নতুন কিছু নয়। এখনকার দিনে প্রতিটি মিনিটে বিশ্বের কোথাও না কোথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। তবে এবার মাত্র ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। এর আগে এত কম বছর বয়সে কারোর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) দান্ততে সিকার এলাকায়। এদিন সকালে টিফিন খেতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই শিশুকন্যা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
স্কুল চলাকালিন অসুস্থ শিশু
স্কুলের তরফে জানানো হয়েছে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রাচী কুমাওয়াত টিফিন খাচ্ছিল। সেই সময় আচমকাই তাঁর হাত থেকে বক্সটি পড়ে যায়। তাঁর শারীরিক অবস্থা দেখে তড়িঘড়ি সহপাঠীরা শিক্ষকদের খবর দেয়। শিক্ষক-শিক্ষিকারা তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে ওষুধ দিয়ে তাঁর জ্ঞান ফেরানো হয়। কিছুক্ষণের মধ্যেই সে আবার অসুস্থ হয়ে পড়ে। তখন তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়।
বড় হাসপাতালে পাঠানোর সময় মৃত্যু শিশুর
এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে স্থানান্তরিত করানোর চেষ্টা করা হয়। জানা যাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র থেকে দুপুর ১২টা ১৫ নাগাদ অ্যাম্বুলেন্সে করে রওনা দেন চিকিৎসক ও শিক্ষকদের একটি দল। তবে দুপুর দেড়টা নাগাদ স্কুলে খবর আসে যে মৃত্যু হয়েছে প্রাচী কুমাওয়াতের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিশুর পরিবার। কান্নায় ভেঙে পড়েন তাঁরা।